একটি মহিলা ফোনে কথা বলছে।
মাসি
‘হ্যালো। হ্যাঁ
আমি শুনেছি। অভিজিৎ ফোন করেছিল। আমি তো দেখার জন্য…। হ্যাঁ, এই তো পাশেই দাড়িয়ে আছে।
শুনছে আমার কথা’।
একটি ৪-৫ বছরের
বাচ্চা ওর মাসির পাশে দাড়িয়ে রয়েছে। বাচ্চাটি চুপ। মাসির দিকে তাকিয়ে রয়েছে। কানে ফোন
দাওয়া অবস্থায় মাসি বাচ্চাটিকে জিজ্ঞেস করে
মাসি
‘কিরে তোর বোন
হয়েছে। তুই খুশি তো’।
বাচ্চাটি চুপ।
মাসি ফোনে কথা
বলতে থাকে।
মাসি
‘কিছু বলছে না।
চুপ করে আছে। হ্যাঁ ঠিক আছে বিকেলে দেখাতে নিয়ে যাব। এখন রাখছি’।
ফোন কেটে দাওয়ার
পর মাসি ছেলেটিকে জিজ্ঞেস করে
মাসি
‘কিরে তোর বোন
হয়েছে তুই খুশি না? ছোট বনুটাকে দেখতে যাবি না’।
বাচ্চা
‘আমার কিছু ভাল
লাগছে না। আমায় ফোনটা দাও’।
Cut to
কাঁচের দরজা ঠেলে
বাচ্চাটি এবং মাসি একটি কেবিনে ঢোকে। কেবিনটি একটি হসপিটালের কেবিন। কেবিনের ভিতর একটি
বেড। বেডের ওপর একটি মহিলা শুয়ে একটি সদ্যোজাতর সাথে। বিছানার পাশে একজন পুরুষ দাড়িয়ে।
বিছানায় শুয়ে থাকা মহিলাটি ছেলে বাচ্চাটির মা এবং সঙ্গের সদ্যজাতটি তার মেয়ে, অর্থাৎ
ছেলে বাচ্চাটির বোন। পুরুষটি হল বাবা।
বাবাকে দেখে বাচ্চাটি
এগিয়ে গেল। গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবাও ওকে কলে তুলে নিল।
মাসি
‘কিরে বোনকে দেখবিনা’?
মা কোলে থাকা
বাচ্চাটিকে তুলে ধরে বাবার দিকে। বাবা কোলে থাকা ছেলেটিকে নিয়ে একটু ঝুঁকে পড়ে। বোনের
মুখ দেখানোর জন্য। ছেলে বাচ্চাটি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। এই দেখে সবাই হেসে ওঠে।
বাবা
‘কিরে বোনকে দেখবি
না?’
মাসি
‘বোনকে সবাই ভালোবাসে।
তোকে আর কেউ ভালবাসবে না’।
বাচ্চা
‘না, আমায় ভালবাসবে’।
সবাই একসাথে হেসে
ওঠে।
Cut to
মা সদ্যোজাত বাচ্চাটিকে
নিয়ে ঘরে ঢুকছে, পিছনে বাবা। ছেলে বাচ্চাটি ঘরের মধ্যেই দাড়িয়ে লক্ষ্য করছে।
মা
‘কিরে বোনকে ওয়েলকাম
করবি না’।
বাচ্চা
‘আমার কিছু ভাল
লাগছে না’।
এই বলে সে অন্য
ঘরে চলে যায়।
মা-বাবা দুজনেই
হেসে ওঠে।
Cut to
খাওয়ার টেবিল।
মায়ের কোলে ছোট বাচ্চা। মা একটি চেয়ারে বসে রয়েছে। বাবা এবং ছেলে বাচ্চাটি খাচ্ছে।
মা
‘বোনকে একটু দে
তোর থেকে’।
বাচ্চা
‘না। কেন দেবো। এটা আমার’।
মা
‘ঠিক আছে দিতে
হবে না । আমি ওকে খাওচ্ছি’।
এই বলে টেবিলের
ওপর রাখা একটি প্লেট থেকে একটু খাবার তুলে নেয়।
ছেলেটি চেয়ার
থেকে নেমে মায়ের পাশে গিয়ে বলে
বাচ্চা
‘আমায়ও খাইয়ে
দাও’।
মা-বাবা দুজনেই
হেসে ওঠে।
Cut to
ঘরের ভিতর ছেলে
বাচ্চাটি বসে রয়েছে। ঘরটি বাচ্চাটির। ঘরের দরজা খুলে মা ঢোকে। বাবার কোলে মেয়েটি। বাবাও
ঢোকে।
মা
তোর বোনও এখন
থেকে এই ঘরে থাকবে। তোর সাথে’।
বাচ্চা
‘না এটা আমার ঘর। ও কেন থাকবে?’
বাবা-মা দুজনেই
হেসে ওঠে।
মা
‘তোর বোন তোকে
কত ভালোবাসে জানিস। তোকে দেখলেই হাসে’।
এই বলে বাবা ছোট
বোনকে ওর কাছে নিয়ে যায়। বাবার কোলে থাকা বাচ্চাটি হাসতে থাকে। বাবা বাচ্চাটিকে ছেলেটির
কোলে তুলে দেয়। বোনটি আরও হাসতে থাকে। ওরা তিনজনেই ঝুঁকে ছোট বাচ্চাটিকে দেখতে থাকে।
বাচ্চাটিকে আদর করতে থাকে। ওর সাথে খেলতে থাকে।
No comments:
Post a Comment