ফেড ইন
একটা টেবিল, চেয়ারে বসে পিকু আর রিকু খাবার খাচ্ছে। পিকু আর রিকু ভাই-বোন। পিকু ৮ বছর, রিকুর ৭ বছর বয়স। পাশে পিকু-রিকুর
মা দাড়িয়ে রয়েছে। পিকু-রিকুর মায়ের বয়স ৩৫-৩৬।
পিকি-রিকুর মা
তাড়াতাড়ি খেয়ে
নে। কাকু এখুনি চলে আসবে।
পিকু
কখন আসবে কাকু,
মা?
পিকি-রিকুর
মা
এই তো তোদের খাওয়া
হলেই চলে আসবে।
রিকু
কাকু কোথায় গেছে?
সুইজারল্যান্ড না মা?
পিকি-রিকুর
মা
হ্যাঁ। সেজন্যই
তো বলছি তাড়াতাড়ি খা।
পিকু
আমাদের জন্য চকোলেট
নিয়ে আসবে?
এরই মধ্যে একজন
লোক ঘরে ঢোকে। পিকু-রিকুর কাকু। বয়স
৪০-৪২। কাকু ট্রলিটা যেই পাশে রেখেছে, পিকু এবং রিকু চেয়ার থেকে নেমে আসে দুজনেই। একছুটে
কাকুর কাছে চলে যায়। কাকুকে জড়িয়ে ধরে। কাকু জামার পকেট থেকে দুটো বড় বড় সাইজের চকোলেট
বার বের করে দুজনকে দেয়।
দুজনেই খুশি হয়ে নাচতে থাকে।
ফেড আউট
ব্ল্যাক স্ক্রীন তাতে লেখা – কিছুদিন বাদে
রিকু পিকু মায়ের সাথে কথা
বলছে।
পিকু
আবার গেছে বাইরে? হ্যাঁ মা?
মা
হ্যাঁ। বললাম তো।
পিকু
আবার চকোলেট আনবে?
মা
আমি জানিনা।
রিকু
হ্যাঁ আনবে।
কাট টু
বিছানার ওপর একটা ব্যাগ রাখা। ব্যাগটা খোলা। একটার পর একটা প্লাস্টিকে
মোড়া জিনিস বেরোচ্ছে ভেতর থেকে।
পিকু-রিকুর
কাকু
এটা মায়ের জন্য।
এটা বাবার জন্য।
এটা দাদার জন্য।
এর মধ্যেই পিকু-রিকু দুজনে ছুটে আসে।
পিকু
আমাদের জন্য কি এনেছ?
পিকু-রিকুর কাকু
তোদের জন্য কিছু আনতে পারিনি রে। একদম সময় ছিলোনা। পরের বার নিশ্চয়ই
নিয়ে আসব।
পিকু রিকু দুজনেই কিছু বলে না। সেখান থেকে চলে যায়। সবাই ভাবে পিকু
রিকু ভুলে গেছে।
ফেড আউট
ফেড ইন
পিকু রিকুর কাকু বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎই বাইক থামিয়ে
দেয়। জামার পকেটে কিছু একটা অনুভূতি লক্ষ্য করেন। জামার পকেটে হাত ঢোকায়। কিছুক্ষনের মধ্যেই পকেট থেকে কেন্নো বেরিয়ে আসতে লাগে। ভয় পেয়ে বাইক চালানো বন্ধ করে দেয়। রাস্তায় বসে পড়ে। সব কটা কেন্নো ফেলে দেয়ার পর পকেটের ভিতর একটা কাগজ পায়। তাতে লেখা ' আমাদের চকোলেট না এনে দিলে না বলে, কেন্নো
গুলো দিলাম’।
ফেড আউট
(Source: Pixabay)
No comments:
Post a Comment