There is a problem with the Indian bank cards. In India, we have two cards. One is a debit card and another is a credit card. My proposal is very simple – merge debit and credit card. Two cards don’t make any sense. There should be only one card. One card should act as a credit and debit card. So when a person wants to buy a good or service on credit then he can use the same card at the time of buying on cash (actually card).
I think it is doable.Sunday, November 29, 2020
Saturday, November 28, 2020
General Strike – A Shame
The day before yesterday, India witnessed another general strike. A general strike is not new to me. I grew up in a communist Bengal. I’ve seen many strikes during my teenage years. After coming to power, TMC has somehow able to curb down the age-old, ineffective politics of strike.
Here, I will share my experience of facing a strike when I was a kid.
I was around 9-10 years old at that time and I was at a primary school. The communist was in power and their favorite thing was to call a strike. The strike meant a complete closure of everything. Zero availability of public transport, closure of markets, etc. A complete closure. If anyone tried to bring out his vehicle or opened his shop, communist cadres used to force them physically to reverse. Their intention was to show that everything was closed, meaning the strike was successful. The particular strike I’m talking about here was called abruptly, giving no time to people to reschedule their plans.
My school was 15 minutes walking distance from my home and most students of the school were from the nearby locations. It means that the students and their families were not dependent on public transport. The School administration was aware of the fact. Still, the last moment announcement from the Communist party put the school admin in real trouble as on the strike day they had an exam prescheduled. Though the sudden call for strike put the school admin really in the problem, they decided to go with their schedule. It was the last day of school before the Puja vacations. So the school admin was not in a position to change the exam date. It would also look bizarre to conduct just an exam after the Puja vacation. So they kept the school open, knowing that students would come from nearby locations. It meant I had to go to the school to sit for the exam.
However, on the same day, I had to attend my cousin's sister’s birthday party at my uncle’s place which is around half an hour drive from my school. My aunt was supposed to pick me from school and take me to the birthday party direct. It was the plan. However, the strike changed everything. Knowing that there will be no public transport, my aunt personally hired a rickshaw puller for a good amount of money. The rickshaw puller agreed to earn some extra amount of money on a strike day. The rickshaw puller told my aunt that he knew some roads where will be no picketing of communist cadres to stop vehicles.
At the time of reaching school, they, my aunt, and the rickshaw puller found no barricading of the communist cadres. But at the time of returning, I and my aunt saw the real face of the communist cadres. Communist cadres had completely captured the streets by that time. They stopped our rickshaw and asked where we were heading to. After knowing that we were heading towards a birthday party, they got angry. However, they didn’t show their anger on us, but on the poor rickshaw puller. They asked him why he had brought out his rickshaw. The rickshaw puller was flabbergasted. He had no idea what to do. A few minutes later, few cadres started beating him. They slapped him, kicked him, and punched him on his face. He asked for mercy. But commies are commies. When their ‘quota’ of violence was completed, we were given permission to leave the place. My aunt told me because I was an underage boy and accompanied by a woman, they didn’t barge onto us.
And the rickshaw puller did take us to my uncle’s place but only with a bruised face and scars in his mind.
(Image Source: Deccan Chronicle)
Tuesday, November 24, 2020
ছোট বোন হওয়ার পর বড় দাদার হিংসা
একটি মহিলা ফোনে কথা বলছে।
মাসি
‘হ্যালো। হ্যাঁ
আমি শুনেছি। অভিজিৎ ফোন করেছিল। আমি তো দেখার জন্য…। হ্যাঁ, এই তো পাশেই দাড়িয়ে আছে।
শুনছে আমার কথা’।
একটি ৪-৫ বছরের
বাচ্চা ওর মাসির পাশে দাড়িয়ে রয়েছে। বাচ্চাটি চুপ। মাসির দিকে তাকিয়ে রয়েছে। কানে ফোন
দাওয়া অবস্থায় মাসি বাচ্চাটিকে জিজ্ঞেস করে
মাসি
‘কিরে তোর বোন
হয়েছে। তুই খুশি তো’।
বাচ্চাটি চুপ।
মাসি ফোনে কথা
বলতে থাকে।
মাসি
‘কিছু বলছে না।
চুপ করে আছে। হ্যাঁ ঠিক আছে বিকেলে দেখাতে নিয়ে যাব। এখন রাখছি’।
ফোন কেটে দাওয়ার
পর মাসি ছেলেটিকে জিজ্ঞেস করে
মাসি
‘কিরে তোর বোন
হয়েছে তুই খুশি না? ছোট বনুটাকে দেখতে যাবি না’।
বাচ্চা
‘আমার কিছু ভাল
লাগছে না। আমায় ফোনটা দাও’।
Cut to
কাঁচের দরজা ঠেলে
বাচ্চাটি এবং মাসি একটি কেবিনে ঢোকে। কেবিনটি একটি হসপিটালের কেবিন। কেবিনের ভিতর একটি
বেড। বেডের ওপর একটি মহিলা শুয়ে একটি সদ্যোজাতর সাথে। বিছানার পাশে একজন পুরুষ দাড়িয়ে।
বিছানায় শুয়ে থাকা মহিলাটি ছেলে বাচ্চাটির মা এবং সঙ্গের সদ্যজাতটি তার মেয়ে, অর্থাৎ
ছেলে বাচ্চাটির বোন। পুরুষটি হল বাবা।
বাবাকে দেখে বাচ্চাটি
এগিয়ে গেল। গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবাও ওকে কলে তুলে নিল।
মাসি
‘কিরে বোনকে দেখবিনা’?
মা কোলে থাকা
বাচ্চাটিকে তুলে ধরে বাবার দিকে। বাবা কোলে থাকা ছেলেটিকে নিয়ে একটু ঝুঁকে পড়ে। বোনের
মুখ দেখানোর জন্য। ছেলে বাচ্চাটি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। এই দেখে সবাই হেসে ওঠে।
বাবা
‘কিরে বোনকে দেখবি
না?’
মাসি
‘বোনকে সবাই ভালোবাসে।
তোকে আর কেউ ভালবাসবে না’।
বাচ্চা
‘না, আমায় ভালবাসবে’।
সবাই একসাথে হেসে
ওঠে।
Cut to
মা সদ্যোজাত বাচ্চাটিকে
নিয়ে ঘরে ঢুকছে, পিছনে বাবা। ছেলে বাচ্চাটি ঘরের মধ্যেই দাড়িয়ে লক্ষ্য করছে।
মা
‘কিরে বোনকে ওয়েলকাম
করবি না’।
বাচ্চা
‘আমার কিছু ভাল
লাগছে না’।
এই বলে সে অন্য
ঘরে চলে যায়।
মা-বাবা দুজনেই
হেসে ওঠে।
Cut to
খাওয়ার টেবিল।
মায়ের কোলে ছোট বাচ্চা। মা একটি চেয়ারে বসে রয়েছে। বাবা এবং ছেলে বাচ্চাটি খাচ্ছে।
মা
‘বোনকে একটু দে
তোর থেকে’।
বাচ্চা
‘না। কেন দেবো। এটা আমার’।
মা
‘ঠিক আছে দিতে
হবে না । আমি ওকে খাওচ্ছি’।
এই বলে টেবিলের
ওপর রাখা একটি প্লেট থেকে একটু খাবার তুলে নেয়।
ছেলেটি চেয়ার
থেকে নেমে মায়ের পাশে গিয়ে বলে
বাচ্চা
‘আমায়ও খাইয়ে
দাও’।
মা-বাবা দুজনেই
হেসে ওঠে।
Cut to
ঘরের ভিতর ছেলে
বাচ্চাটি বসে রয়েছে। ঘরটি বাচ্চাটির। ঘরের দরজা খুলে মা ঢোকে। বাবার কোলে মেয়েটি। বাবাও
ঢোকে।
মা
তোর বোনও এখন
থেকে এই ঘরে থাকবে। তোর সাথে’।
বাচ্চা
‘না এটা আমার ঘর। ও কেন থাকবে?’
বাবা-মা দুজনেই
হেসে ওঠে।
মা
‘তোর বোন তোকে
কত ভালোবাসে জানিস। তোকে দেখলেই হাসে’।
এই বলে বাবা ছোট
বোনকে ওর কাছে নিয়ে যায়। বাবার কোলে থাকা বাচ্চাটি হাসতে থাকে। বাবা বাচ্চাটিকে ছেলেটির
কোলে তুলে দেয়। বোনটি আরও হাসতে থাকে। ওরা তিনজনেই ঝুঁকে ছোট বাচ্চাটিকে দেখতে থাকে।
বাচ্চাটিকে আদর করতে থাকে। ওর সাথে খেলতে থাকে।
Monday, November 23, 2020
অথিতিদের না খাওয়া খাবারের ওপর বাড়ির ছোটদের লোভ
ফেড ইন
একটা অ্যালার্ম ঘড়ি
ঘড়িটা বাজতে শুরু করেছে। একটা মহিলার হাত এসে অ্যালার্মটা বন্ধ করে দিলো।
মা (O.S. )
কিরে ওঠ ওরা সব এসে যাবে। দোকানে যাবিনা? খাবার গুলো আনতে হবে তো?
একটি বিছানা, তাতে একটি ১০-১২ বছর বয়সী একটি ছেলে শুয়ে আছে। আড়মোড়া ভাঙছে, শুয়ে শুয়ে। বালিশটা টেনে মুখের ওপর দিয়ে দিল। মা মুখ থেকে বালিশটা সরিয়ে দিলো।
মা (O.S.)
এবার ওঠ। বেলা হয়ে যাচ্ছে।
ছেলে
হ্যাঁ অ্যা…উঠছি
মা
দিদি উঠে গেছে। এবার দোকান থেকে জিনিস গুলো আনতে হবে। দিদি রেডি। তুইও রেডি হ।
কাট টু
মিষ্টির দোকানে দাড়িয়ে রয়েছে দিদি-ভাই। মিষ্টি নিচ্ছে। মিষ্টি নিয়ে
ভুজিয়া-নিমকির দোকানে যায়। সেখানেও কিছু খাবার-দাবার নেয়।
ছেলে
আরও কিছু নিলে ভাল হত না?
দিদি
মা যতটা বলেছে ততটাই নিয়েছি।
ছেলে
আমরা পাবো এর থেকে?
দিদি
আমি জানিনা। মা জানে। কেন লোভ লাগছে?
কাট টু
রান্নাঘরের ভিতর। মা প্লেটে খাবার সাজাচ্ছে এবং ছেলেটি পাশে দাড়িয়ে
দেখছে।
ছেলে
আমাদের জন্য কিছু রাখবে না।
মা
বাড়িতে লোক এসেছে কোথায় তুই কথা বলবি ওদের সাথে তা না করে এখানে
দাড়িয়ে রয়েছিস। যা গিয়ে কথা বল।
কাট টু
সোফায় মুখোমুখি বসে বাড়ির লোকজন এবং অথিতিরা। কথা বলছে।
অথিতি ১
আপনি যা খাবার এনেছেন তা একজনের পক্ষে শেষ করা বেশ কঠিন।
মা
কোথায় বেশি খাওয়ার? অল্প তো। ওইটুকু আপনি পারবেন।
অথিতি ২
আমিও পারছিনা। (ছেলেটির দিকে তাকিয়ে) এই তুমি এখান থেকে কিছু তোলো
।
ছেলেটি মায়ের দিকে তাকায়।
মা
ওদের জন্য আছে তো।
ছেলে
কই নেই তো সব
তো দিয়ে দিয়েছ।
অথিতিরা হেসে
ওঠে। মা মেয়ের মুখের দিকে তাকায়। ছেলেটি অথিতি ২ এর দিকে এগিয়ে যায় এবং তার প্লেট থেকে
একটি মিষ্টি তুলে নেয়।
কাট টু
টেবিলের ওপর প্লেটে
খাবার রাখা।
অথিতিরা দরজার
সামনে। মায়ের সাথে কথা বলছে। ছেলেটির নজর প্লেটের দিকে।
দরজা বন্ধ যেই
হয়েছে তখনই ছেলেটি এবং মেয়েটি দুজনেই ঝাপিয়ে পড়ে ফেলে রেখে যাওয়া খাওয়ায়ের ওপর।
(Source: Pikrepo)
Sunday, November 22, 2020
পিকু-রিকুর বদলা
ফেড ইন
একটা টেবিল, চেয়ারে বসে পিকু আর রিকু খাবার খাচ্ছে। পিকু আর রিকু ভাই-বোন। পিকু ৮ বছর, রিকুর ৭ বছর বয়স। পাশে পিকু-রিকুর
মা দাড়িয়ে রয়েছে। পিকু-রিকুর মায়ের বয়স ৩৫-৩৬।
পিকি-রিকুর মা
তাড়াতাড়ি খেয়ে
নে। কাকু এখুনি চলে আসবে।
পিকু
কখন আসবে কাকু,
মা?
পিকি-রিকুর
মা
এই তো তোদের খাওয়া
হলেই চলে আসবে।
রিকু
কাকু কোথায় গেছে?
সুইজারল্যান্ড না মা?
পিকি-রিকুর
মা
হ্যাঁ। সেজন্যই
তো বলছি তাড়াতাড়ি খা।
পিকু
আমাদের জন্য চকোলেট
নিয়ে আসবে?
এরই মধ্যে একজন
লোক ঘরে ঢোকে। পিকু-রিকুর কাকু। বয়স
৪০-৪২। কাকু ট্রলিটা যেই পাশে রেখেছে, পিকু এবং রিকু চেয়ার থেকে নেমে আসে দুজনেই। একছুটে
কাকুর কাছে চলে যায়। কাকুকে জড়িয়ে ধরে। কাকু জামার পকেট থেকে দুটো বড় বড় সাইজের চকোলেট
বার বের করে দুজনকে দেয়।
দুজনেই খুশি হয়ে নাচতে থাকে।
ফেড আউট
ব্ল্যাক স্ক্রীন তাতে লেখা – কিছুদিন বাদে
রিকু পিকু মায়ের সাথে কথা
বলছে।
পিকু
আবার গেছে বাইরে? হ্যাঁ মা?
মা
হ্যাঁ। বললাম তো।
পিকু
আবার চকোলেট আনবে?
মা
আমি জানিনা।
রিকু
হ্যাঁ আনবে।
কাট টু
বিছানার ওপর একটা ব্যাগ রাখা। ব্যাগটা খোলা। একটার পর একটা প্লাস্টিকে
মোড়া জিনিস বেরোচ্ছে ভেতর থেকে।
পিকু-রিকুর
কাকু
এটা মায়ের জন্য।
এটা বাবার জন্য।
এটা দাদার জন্য।
এর মধ্যেই পিকু-রিকু দুজনে ছুটে আসে।
পিকু
আমাদের জন্য কি এনেছ?
পিকু-রিকুর কাকু
তোদের জন্য কিছু আনতে পারিনি রে। একদম সময় ছিলোনা। পরের বার নিশ্চয়ই
নিয়ে আসব।
পিকু রিকু দুজনেই কিছু বলে না। সেখান থেকে চলে যায়। সবাই ভাবে পিকু
রিকু ভুলে গেছে।
ফেড আউট
ফেড ইন
পিকু রিকুর কাকু বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎই বাইক থামিয়ে
দেয়। জামার পকেটে কিছু একটা অনুভূতি লক্ষ্য করেন। জামার পকেটে হাত ঢোকায়। কিছুক্ষনের মধ্যেই পকেট থেকে কেন্নো বেরিয়ে আসতে লাগে। ভয় পেয়ে বাইক চালানো বন্ধ করে দেয়। রাস্তায় বসে পড়ে। সব কটা কেন্নো ফেলে দেয়ার পর পকেটের ভিতর একটা কাগজ পায়। তাতে লেখা ' আমাদের চকোলেট না এনে দিলে না বলে, কেন্নো
গুলো দিলাম’।
ফেড আউট
(Source: Pixabay)
Saturday, November 21, 2020
পরীক্ষার বিড়ম্বনা
ফেড ইন
একটা ক্লাস। পরীক্ষা
চলছে। কয়েকজন খুব মনযোগ দিয়ে লিখে যাচ্ছে। শুধুমাত্র একজন বাদে। একটি ছেলে (শুভ্র)
বারংবার তার পিছনের এবং পাশের বন্ধুদের সাথে কথা বলছে। কিন্তু ইনভিজিলেটর চলে আসায়
সে প্রশ্নের উত্তরগুলো জানতে পারছে না। আরও কিছুক্ষণ উশখুশ করে ছেলেটি কোশ্চেন পেপারটি
ভাঁজ করে প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। এবং ইনভিজিলেটরকে উদ্দেশ্য হাত তুলে জানতে চায়…
শুভ্র
আমি টয়লেটে যেতে
পারি?
ইনভিজিলেটর
ইয়েস। গো। কিন্তু
বেশি সময় নেবে না।
শুভ্র
ঠিক আছে।
কথাটি শেষ করেই
শুভ্র পিছনে বসা আরেকটি ছেলেকে ইশারা করল বাইরে বেরনোর।
কাট টু
বাথরুমের ভিতর
একটি ছেলের পিছন
দেখা যাচ্ছে। ছেলেটি প্রস্রাব করছে।
শুভ্র (O.S.)
ভাই, কিছুই পারছিনা।
কয়েকটা প্রশ্নের উত্তর বলে দিয়ে যা।
প্রথম স্টুডেন্ট (যে প্রস্রাব
করছিল)
দুটো বললাম তো।
শুভ্র (O.S.)
আর কয়েকটা বলে
দিয়ে যা।
কথাটি শেষ করা
মাত্রই আরও একটি ছেলে ঢুকল বাথরুমে। প্রথম স্টুডেন্টটি শুভ্রের প্রশ্নের উত্তর না দিয়েই
বেড়িয়ে গেল। দ্বিতীয় স্টুডেন্ট ঢুকল এবং শুভ্র পথ আটকে দাঁড়ালো।
দুজনের ভিতর কথা
চলতে লাগলো। আশপাশ দিয়ে অনেক ছেলে বাথরুমে ঢুকছে বেরোচ্ছে।
ফেড অফ
(টেক্সট)এক ঘণ্টা
বাদে…
শুভ্র তখনও বাথরুমে।
তৃতীয় স্টুডেন্টের সাথে কথা বলছে। নজর প্রশ্নপত্রের দিকে।
এরই মধ্যে ফার্স্ট
বয় বাথরুমে ঢোকে। ফার্স্ট বয়কে দেখেই শুভ্র আনন্দিত হয়ে ওঠে। শুভ্র এগিয়ে যায় ফার্স্ট
বয়ের দিকে।
শুভ্র
ভাই। তোর জন্যই
ওয়েট করছিলাম। কয়েকটা প্রশ্নের উত্তর বলে দিয়ে যা। না হলে পাশ করব না।
ফার্স্ট বয় কিছু
বলেনা। বাথরুমে কাজ সেরে বেড়িয়ে যায়। শুভ্রকে এড়িয়ে যায়। এবং বাথরুম করতে থাকে।
শুভ্র ছাড়ে না।
কোশ্চেন পেপারটা মুখের সামনে এগিয়ে দেয়।
শুভ্র
৪(বি) এর উত্তর
টা বলে দিয়ে যা। না হলে পাস করতে পারব না।
ফার্স্ট বয়
এইটা। (আঙ্গুল
দিয়ে দেখিয়ে দেয়)
এই বলে সে বেড়িয়ে
যায়।
ফেড আউট
১ ঘণ্টা পর…
তৃতীয় একটি ছেলের
দুটো হাত ধরে
শুভ্র
থ্যাংক ইউ ভাই…
সবকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি।
এই বলে সে প্রস্নপত্রটি
আবার প্রথম দেখে দেখতে শুরু করে। পেন দিয়ে টিক দিতে কন কন প্রশ্নের উত্তর সে পেয়ে গেছে।
এই ভাবে সে গোটা প্রশ্নপত্রটাই উল্টেপাল্টে দেখে নেয়। গোটা প্রশ্নপত্রটা দেখা হয়ে গেলে
হাসিমুখে বাথরুম থেকে বেড়িয়ে যায়।
কাট টু
শুভ্র ক্লাসরুমের
বাইরে দরজার সামনে দাড়িয়ে।
শুভ্র
মে আই কাম ইন
স্যার?
ইনভিজিলেটর
তুমি এতখন কোথায়
ছিলে?
শুভ্র
স্যার পেটের সমস্যা
হয়ে গেছিল।
ইনভিজিলেটর
ঠিক আছে চলে আসো।
শুভ্র নিজের জায়গায়
গিয়ে বসে। একবার চারপাশটা দেখে নেয়। একজন ওর দিকে তাকালে, তাকে একটা হাসিও ছুড়ে দেয়।
পকেট থেকে প্রশ্নপত্রটি
বের করে। সারা প্রশ্নপত্র উত্তর লেখা। উত্তরপত্রটি খোলাই ছিল। তাতে যেই উত্তর লিখতে
যাবে, ঘণ্টা পড়ে যায়। মুখ তুলে চেয়ে দেখে ইনভিজিলেটর দাড়িয়ে রয়েছে ওর সামনে। কিছু শুভ্র
বলতে যাবে, তার আগেই ইনভিজিলেটর মুখ খোলে।
ইনভিজিলেটর
টাইম্স আপ। খাতা
দেও।
(Source: Pxfuel)
Friday, November 20, 2020
নীল ছবি
এই গল্পটা ৯০ এর দশকের শেষের এবং ২০০০ এর শুরুর বছর গুলোর ঘটনা। তখন প্রায় কলকাতার সব বাড়িতেই কেবল কানেকশন এসে গেছে। যাদের বয়স ১৪-১৫ তাদের খুব আনন্দ। কারণ রাতের বেলায় কেবল টিভিতে নীল ছবি দেয়। এই গল্পটা দুটো ছেলের যারা তখন বড় হচ্ছে। এবং বাকিদের মতন নীল ছবি দেখতে চায়। কিন্তু বাবা-মা নিজেদের ঘুমোতে যাওয়ার আগে ঘরের ছেলেদের ঘুমাতে পাঠায়। তাই নীল ছবি দেখা কোনও ভাবেই সম্ভব হয়ে ওঠেনা।
কিন্তু এই নিয়মের ব্যাতিক্রম হত যখন ইন্ডিয়ার ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজে খেলতে যেত। খেলা শুরু হত সন্ধ্যে বেলায় অ্যান্ড মাঝরাত পর্যন্ত চলত। ছেলেদের কাছে এই ছিল সুবর্ণ সুযোগ নীল ছবি দেখার। এই রকমই একটি ঘটনা এখন বলতে চলেছি।
রোহিত এবং শুভজিতের পাশাপাশি বাড়ি। ওয়েস্ট ইন্ডিজে ভারতের খেলতে যাওয়ার পর থেকেই ওরা ঠিক করে নেয় যে নীল ছবি দেখবে। রোহিতের বাড়িতে রঙিন টিভি এবং তাতে রিমোট কন্ট্রোল ছিল। শুভজিতের বাড়ির টিভিটি ছিল সাদাকালো এবং তাতে নব ঘুরিয়ে চ্যানেল পাল্টাতে হত। তাই একবার চ্যানেল পাল্টে নীল ছবি দেখতে শুরু করলে তাকে সাবধানে থাকতে হত যাতে বাবা-মায়ের চলে আসলে দ্রুত চ্যানেল পালটে ফেলতে পারে। তাছাড়া নব ঘুরিয়ে চ্যানেল পাল্টানো সময়-সাপেক্ষ ব্যাপার। আর মা-বাবা যদি চ্যানেল পাল্টাতে দেখে নেন তাহলে বুঝে যাবে সে খেলা না দেখে অন্য কিছু একটা দেখছিল। কিন্তু এই কাজটি ভীষণই সুক্ষ এবং একবার নীল ছবি দেখতে বসলে আশেপাশে কি হচ্ছে বা কে আসছে যাচ্ছে তার খেয়াল থাকেনা। এর সঙ্গে আরও একটা জিনিস জেনে রাখা ভাল যে প্রতিরাতেই যে নীল ছবি সম্প্রচারিত হত তা নয়। মাঝে মাঝে দেখাত এবং হঠাৎ করেই লোকাল কেবলে শুরু হয়ে যেত। তাই শুভজিতের পক্ষে জানাটা একটু শক্ত ছিল কখন নীল ছবি শুরু হবে। কিন্তু রোহিতের কাছে রিমোট কন্ট্রোল থাকার জন্য সে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারত কোথায় কি হচ্ছে।
আইডিয়াটা শুভজিতের মাথা থেকেই বেরোয়। শুভজিতের যে ঘরে টিভি ছিল সেখান থেকে রোহিতের ঘরের জানলা দেখা যেত। শুভজিত ফন্দি আঁটে যখনই নীল ছবি শুরু হবে তখনই রোহিত নিজের ঘরের লাইট জ্বেলে দেবে। এই প্রক্রিয়া চলতে থাকে পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর জুড়ে।
Thursday, November 19, 2020
Elder Brother Feels Jealous After the Birth of His Sister
A lady is talking on the phone. Around 30 years of age.
Aunt
“Yes, I’ve heard. Abhijit called me. I can’t wait to…. Yes, he is here standing next to me. Listening to what I’m saying to you. “
A boy, 5 years old. Listening to what his aunt is talking. He is not talking. The aunt leans forward to the boy and asks.
Aunt
“Aren’t you happy that you have a sister now? “
The boy still remains silent. The aunt goes back to talking on the phone.
Aunt
“He is not saying anything. Yeah… OK. I’ll take him to the hospital in the evening. Now I’m hanging up.”
After the call, the aunt once again asks
Aunt
“Aren’t you happy that you have a sister? Will you go with me to see your sister?”
Boy
“I’m bored. Give me your phone.”
Cut to
The aunt and the boy enter a hospital cabin. There is a bed inside the cabin. A lady is resting on the bed with her newborn. A man standing next to the bed. The lady on the bed is the mother of the boy and the newborn girl. The man is their father.
Seeing his father, the boy goes near to his father.
(Looking at the boy)
“Won’t you see your sister’s face? “
The mother lifts the newborn and presents it to the father. Father lifts the boy to help him see the daughter’s face.
Father
“See. Your sister.”
The boy moves his head and sees the opposite side.
Father
“Won’t you see her?”
Boy
“No”
Aunt
“Everyone loves her. No one loves you.”
Boy
“No. Everyone will love me.”
Three of them fall into laughter.
Mother is entering the house with the newborn. The father is behind. The boy is watching them from inside the house.
Mother
“Won’t you welcome her? “
Boy
“I’m busy now. “(And goes into the other room)
Father and mother fall into laughter
Cut to
Dinner table. The mother is sitting on a chair with her newborn. Father and boy are having food.
Mother
“Give something from your plate to her”
Boy
“No. Why will I give?”
Mother
“Okay. You don’t have to give. I’ll feed her.” (Mother picks something from the plate and start to feed the newborn)
Seeing that the boy goes near to his mother and says
Boy
“Feed me also”
Father and mother fall into laughter.
Cut to
The boy is sitting on a bed inside his room. The mother enters the room. Behind her the father with the newborn.
Mother
“From now on, your sister will stay in this room too.”
Boy
“No. This is my room. Only I will live here.”
Both laughs
Mother
“Do you have any idea how much she loves you? The moment she sees you she smiles.
The father takes the baby near to the boy. The baby starts to laugh the moment she sees her brother. The father hands over the newborn to the boy. The girl starts to giggle more. All three of them start to play with the newborn.
No Matter What
I'm blogging after a year. The last two years were tough. What I started in 2020 September failed to continue in 2021. But this year, I...
-
এই গল্পটা ৯০ এর দশকের শেষের এবং ২০০০ এর শুরুর বছর গুলোর ঘটনা । তখন প্রায় কলকাতার সব বাড়িতেই কেবল কানেকশন এসে গেছে । যা...
-
Before the closure of the Music World, I used to go there almost every weekend. It used to be the most happening place for the music and mov...
-
Agartala is India’s third international internet gateway after Mumbai & Chennai. You must be wondering what on earth I have been writing...
-
The reason I’m writing this mail is to inform all the café owners that I have an idea that might help your business. I believe this will hel...
-
The way political leaders of West Bengal are changing their camps is not only funny but also disturbing. It shows that there is no such thin...