Monday, November 23, 2020

অথিতিদের না খাওয়া খাবারের ওপর বাড়ির ছোটদের লোভ

ফেড ইন


একটা অ্যালার্ম ঘড়ি

ঘড়িটা বাজতে শুরু করেছে একটা মহিলার হাত এসে অ্যালার্মটা বন্ধ করে দিলো

                        মা (O.S. )
কিরে ওঠ ওরা  সব এসে যাবে দোকানে যাবিনা? খাবার গুলো আনতে হবে তো?

একটি বিছানা, তাতে একটি ১০-১২ বছর বয়সী একটি ছেলে শুয়ে আছে  আড়মোড়া ভাঙছে, শুয়ে শুয়ে বালিশটা টেনে মুখের ওপর দিয়ে দিল মা মুখ থেকে বালিশটা  সরিয়ে দিলো

                           মা (O.S.)

এবার ওঠ  বেলা হয়ে যাচ্ছে

                           ছেলে
হ্যাঁ অ্যা…উঠছি

                            মা
দিদি উঠে গেছে এবার দোকান থেকে জিনিস গুলো আনতে হবে দিদি  রেডি  তুইও রেডি হ।

কাট  টু 

মিষ্টির দোকানে দাড়িয়ে রয়েছে দিদি-ভাই। মিষ্টি নিচ্ছে। মিষ্টি নিয়ে ভুজিয়া-নিমকির দোকানে যায়। সেখানেও কিছু খাবার-দাবার নেয়।

                            ছেলে

আরও কিছু নিলে ভাল হত না?

                            দিদি

মা যতটা বলেছে ততটাই নিয়েছি।

                             ছেলে

আমরা পাবো এর থেকে?

                              দিদি

আমি জানিনা। মা জানে। কেন লোভ লাগছে?

কাট টু

রান্নাঘরের ভিতর। মা প্লেটে খাবার সাজাচ্ছে এবং ছেলেটি পাশে দাড়িয়ে দেখছে।

                               ছেলে

আমাদের জন্য কিছু রাখবে না।

                              মা

বাড়িতে লোক এসেছে কোথায় তুই কথা বলবি ওদের সাথে তা না করে এখানে দাড়িয়ে রয়েছিস। যা গিয়ে কথা বল।

কাট টু

সোফায় মুখোমুখি বসে বাড়ির লোকজন এবং অথিতিরা। কথা বলছে।

                           অথিতি ১

আপনি যা খাবার এনেছেন তা একজনের পক্ষে শেষ করা বেশ কঠিন।

                             মা

কোথায় বেশি খাওয়ার? অল্প তো। ওইটুকু আপনি পারবেন।

                           অথিতি ২

আমিও পারছিনা। (ছেলেটির দিকে তাকিয়ে) এই তুমি এখান থেকে কিছু তোলো ।

ছেলেটি মায়ের দিকে তাকায়।

                          মা

ওদের জন্য আছে তো।

                         ছেলে

কই নেই তো সব তো দিয়ে দিয়েছ।

অথিতিরা হেসে ওঠে। মা মেয়ের মুখের দিকে তাকায়। ছেলেটি অথিতি ২ এর দিকে এগিয়ে যায় এবং তার প্লেট থেকে একটি মিষ্টি তুলে নেয়।

কাট টু

টেবিলের ওপর প্লেটে খাবার রাখা।

অথিতিরা দরজার সামনে। মায়ের সাথে কথা বলছে। ছেলেটির নজর প্লেটের দিকে।

দরজা বন্ধ যেই হয়েছে তখনই ছেলেটি এবং মেয়েটি দুজনেই ঝাপিয়ে পড়ে ফেলে রেখে যাওয়া খাওয়ায়ের ওপর।


                                        (Source: Pikrepo)

No comments:

Post a Comment